Wellcome to National Portal
Main Comtent Skiped

জেনারেল ম্যানেজারের বানী

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সম্মানিত সভাপতি, পরিচালক মন্ডলী ও মহিলা পরিচালকবৃন্দ,সম্মানিত গ্রাহক সদস্যবৃন্দ, বাংলাদেশ পল্লী বিদু্যতায়ন বোর্ড, অত্র পল্লী বিদ্যুৎ সমিতি ও স্থানীয় বৈদু্যতিক উপদেষ্টা প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ আস্সালামু-আলাইকুম৷ প্রথমেই আমি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে গভীর শ্রদ্ধা ভরে স্মরন করছি৷

সম্মানিত গ্রাহক সদস্যবৃন্দ,

বিদ্যুতের ছোঁয়ায় আজ প্রত্যন্ত গ্রামাঞ্চলে গড়ে উঠেছে নতুন নতুন শিল্প কারখানা, বৃদ্ধি পেয়েছে এলাকার জনগনের জীবনযাত্রার মান৷ যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ আরও অধিক সংখ্যক গ্রাহকদের সংযোগ দেওয়ার স্বার্থে বিদ্যুৎ লাইন নির্মাণ ও সিষ্টেম আপগ্রেডিং এর কাজ করে যাচ্ছে৷  অত্র সমিতি মাষ্টার প্লানের অগ্রাধিকার ক্রম অনুযায়ী লাইন নির্মাণ করে থাকে৷ পর্যায়ক্রমে সকল এলাকা বিদু্যতায়ন করা হয়েছে৷ তাছাড়া ওভার লোড ট্রান্সফরমার পরিবর্তন করে সার্ভিস ড্রপের আওতায় সংযোগ প্রদান অব্যাহত আছে৷ যারা এখনওবিদ্যুৎ সুবিধা পান নাই তাদেরকে আবেদন করার জন্য অনুরোধ করছি৷

সুধী মন্ডলী,

পর্যায়ক্রমে সকল উপজেলায় শতভাগ পরিবারে বিদ্যুতায়ন করা হয়েছে। পিক-আওয়ারে বিকাল ৫ টা হতে রাত ১১ টা পর্যন্ত সেচ পাম্প ও শিল্প কারখানাসমূহ বন্ধ রাখুন৷ তাহলে আবাসিক গ্রাহকগণ অধিকবিদ্যুৎ পাবেন৷ তাছাড়া বর্তমান সরকার বিদ্যুৎ উত্‍পাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়নকল্পে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করায় বিদ্যুৎ উত্‍পাদন ক্যাপাসিটি ১৬,০০০ মেঃ ওঃ-এ উন্নীত করায় লোডশেডিং মুক্ত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে৷

সম্মানিত গ্রাহক সদস্যবৃন্দ,

বিদ্যুৎ বিল বাবদ সম্মানিত গ্রাহকদের পরিশোধকৃত অর্থ হতে সমিতির যাবতীয় ব্যয় নির্বাহ করা হয় বিধায় নিয়মিতভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য অনুরোধ জানাচ্ছি৷ কিছু কিছু গ্রাহক সদস্য পূর্ব অনুমোদন ছাড়াই অনুমোদিত লোডের চেয়ে অধিক লোড ব্যবহার করিয়া ট্রান্সফরমার বিনষ্ট করছে৷ তাই অনুমোদন ছাড়া অতিরিক্ত লোড ব্যবহার থেকে বিরত থাকাসহ মিটার টেম্পারিং ও অবৈধ বিদ্যুৎ ব্যবহাররোধে আপনাদের সক্রিয় সহযোগিতা একান্তভাবে কামনা করছি৷ লাইনে স্থাপিত ট্রান্সফরমার ও তার চুরি সমিতির অগ্রযাত্রাকে দারুনভাবে ব্যাহত করে এবং সম্মানিত গ্রাহকগণকে অনাকাংখিত আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়৷ ট্রান্সফরমার চুরি রোধকল্পে জন-সচেতনতা সৃষ্টি করুন৷ সেচ মৌসুমের পর নির্ধারিত ফি জমা দিয়ে ট্রান্সফরমার নামানোর পর নিজ বাড়ীতে হেফাজতে রাখুন৷

গভীর উদ্বেগের সাথে উল্লেখ করতে হচ্ছে যে, এক শ্রেণীর সুবিধাভোগী ব্যক্তি ও দালালচক্র বিদ্যুৎ সংযোগ প্রত্যাশী ব্যক্তিদের নিকট থেকে অবৈধ অর্থ আদায়ের উদ্দেশ্যে বিভিন্নভাবে হয়রানী ও প্রত্যারিত করছে যা কোনভাবেই কাম্য নহে৷ সমিতি ব্যবস্থাপনার তরফ থেকে সন্মানিত গ্রাহক সদস্যগনকে নিশ্চয়তা প্রদান করা হচ্ছে যে, লাইন নির্মাণ, মিটার সংযোগ, ট্রান্সফরমার পরিবর্তন ইত্যাদি কোন কাজেই সমিতির নির্ধারিত বিধি মোতাবেক অর্থ গ্রহন ছাড়া বাড়তি অর্থ প্রদান করতে হয় না৷ কাজেই মাঠ পর্যায়ে যদি কেউ কোন সার্ভিসের জন্য অর্থ আদায় করে তাহলে সমিতি ব্যবস্থাপনাকে সংবাদ দিন৷ এমতাবস্থায় অবৈধ কার্যক্রম প্রতিরোধে আপনাদেরকে অধিকতর সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি৷

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বিভিন্ন কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখা এবং সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সম্মানিত জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ পল্লী বিদু্যতায়ন বোর্ড, গ্রাহক-সদস্য, সমিতি বোর্ড ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট সমিতি ব্যবস্থাপনার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি৷ যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উত্তরোত্তর সমৃদ্ধি ও সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করছি৷ মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হউন৷

প্রকৌঃ মনোহর কুমার বিশ্বাস

সিনিয়র জেনারেল ম্যানেজার