Wellcome to National Portal
Main Comtent Skiped

Vision and Mission

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক ২৮ সেপ্টেম্বর ১৯৭৯ইং তারিখে রেজিস্ট্রেশন প্রাপ্ত হইয়া প্রাথমিক ভাবে মার্কিন আনৱর্জাতিক উন্নয়ন সংস্থা(USAID) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় যশোর জেলার মনিরামপুর, কেশবপুর, অভয়নগর ও নড়াইল জেলার নড়াইল, লোহাগড়া, কালিয়া এবং খুলনা জেলার ফুলতলা উপজেলায় বৈদ্যুতিক অবকাঠামো নির্মাণ করিয়া সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ২ ফেব্রুয়ারী ১৯৮১ সালে এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু করে। ইতিমধ্যে সমিতি এলাকায় ১১টি বিদ্যুৎ উপকেন্দ্রের মাধ্যমে ৪৪৭৫ কিঃ মিঃ বৈদ্যুতিক লাইন নির্মাণ করিয়া ১,৫৬,৭২৭ টি বিভিন্ন শ্রেণীর বিদ্যুৎ সংযোগ প্রদান করা হইয়াছে। বর্তমানে সমিতির ৩টি জোনাল অফিস রয়েছে যা কেশবপুর, নওয়াপাড়া ও নড়াইল এ অবস্থিত। এছাড়া ৩টি এরিয়া অফিস এবং ১৬টি অভিযোগ কেন্দ্রের মাধ্যমে সার্বিক কার্যক্রম পরিচালনা করা হয়।