যশোর পবিস-২ এর সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যশোর, নড়াইল ও নওয়াপাড়া গ্রিড থেকে চাহিদা তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম পাওয়ায় (চাহিদা ২/৩ অংশ বিদ্যুৎ পাওয়া যাচ্ছে কখন কখন অর্ধেক) সারা দেশের ন্যায় যশোর পবিস-২ এর ভৌগলিক এলাকায় সারাদিন ও রাতে প্রচুর লোডশেডিং হচ্ছে। এ ব্যাপারে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ মহোদয় তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস লিখেছেন যা নিম্নরূপ
"গ্যাস স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে অনেক জায়গাতেই বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে বিদ্যুৎ উৎপাদন পুনরায় স্বাভাবিক হবে।
যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির উচ্চমূল্য ও সরবরাহ অন্যান্য সব দেশের মতো আমাদেরকেও সমস্যায় ফেলেছে। এ পরিস্থিতিতে আপনাদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি"
সমস্যাটি সমাধানের জন্য সরকার আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সম্মানিত গ্রাহকদের ধৈর্য্য ধারণ করে আমাদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো। অনুরোধক্রমে, কর্তৃপক্ষ, যশোর পবিস-২।